যে কারণে চুক্তির এক দিন পরই বাদ পড়েছেন অপু
যে কারণে চুক্তির এক দিন পরই বাদ পড়েছেন অপু
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীতবহুদিন
পর চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর শোনা যায়।
এক দিন পর সংবাদমাধ্যমে জানা গেল, চুক্তি সই করা ছবি থেকে সরে দাঁড়িয়েছেন
তিনি। এই খবর ছড়ানোর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন ছবির প্রযোজক জেনিফার
ফেরদৌস। তিনি জানালেন, অপেশাদার আচরণের কারণে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে অপু
বিশ্বাসকে।
বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। ‘প্রযোজক যে অপেশাদার আচরণের অভিযোগ এনেছেন, তা নিয়ে কথা বলতে চাই’ উল্লেখ করে এসএমএস পাঠালেও কোনো উত্তর দেননি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে ‘আশীর্বাদ’ ছবির সাইনিং মানি হিসেবে পাওয়া এক লাখ টাকা অপু বিশ্বাস প্রযোজককে ফেরত দিয়েছেন। সরকারি অনুদানের এই ছবির পরিচালনা করার কথা রয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের।
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীতপ্রযোজক
ভিডিও বার্তায় জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের দিন অপু বিশ্বাস একজন
ফটোগ্রাফার নিয়ে আসেন। সেই ফটোগ্রাফারের ধারণ করা চুক্তি স্বাক্ষর
অনুষ্ঠানের স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেন অপু,
যা প্রযোজকের পক্ষ থেকে পুরোপুরি নিষেধ ছিল। এরপর তা সরিয়ে নেওয়ার অনুরোধ
করেন। কিন্তু বারবার বলার পরও সরাননি। বিষয়টি নিয়ে তাঁর ও নায়িকার মধ্যে
কথা–কাটাকাটি হয়। প্রযোজকের ভাষায় আলটিমেটামও দেন নায়িকাকে। এরপর পরিচালকসহ
সিদ্ধান্ত নিয়ে অপু বিশ্বাসকে ছবি থেকে বাদ দেন।
এদিকে অপুকে বাদ
দেওয়ার পর নতুন নায়িকাও চূড়ান্ত করে ফেলেছেন তিনি। এই মুহূর্তে তা জানাতে
চান না। নায়কসহ চূড়ান্ত হলে তবেই তা জানাবেন, এমনটাই তাঁর ইচ্ছা।
২০১৯–২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ক্যাটাগরিতে ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ‘আশীর্বাদ’ একটি।
Post a Comment
0 Comments